Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

Phone : +8801841-937872      Email : info@anjumantrust.org

Single Blog Title

This is a single blog caption
04
Aug

প্রেস বিজ্ঞপ্তি

“মাসিক তরজুমানের মানোন্নয়নে করণীয়”
শীর্ষক আনজুমান ট্রাস্ট’র মতবিনিময় সভা অনুষ্ঠিত”
আহলে সুন্নাত ওয়াল জামাআত’র মুখপত্র, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ‘র নিয়মিত প্রকাশনা ‘মাসিক তরজুমান’র গুণগত ও অবকাঠামোগত মানোন্নয়ন নিয়ে আজ ১৫ ডিসেম্বর ২০২৪ ইং, রবিবার, বেলা ১২ টায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতবিনিময় সভা দেওয়ান বাজার দিদার মার্কেটস্থ আনজুমান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা এম. এ মান্নান, জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রিজভি, আল-আমিন বারীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ ইসমাইল নুমানি, আনজুমান ট্রাস্ট’র মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, সাদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন আল-আযহারী, হালিশহরস্থ মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, জামেয়ার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, হাফেজ মুহাম্মদ ওসমান গণি, মাওলানা মুহাম্মদ হামেদ রেজ নঈমী, মাওলানা মুহাম্মদ নঈমুল হক নঈমী, আনজুমান রিসার্চ সেন্টারের গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম।
উক্ত সভায় মাসিক তরজুমানের পরিচালনা বোর্ড পুনর্গঠনসহ একটি সম্পাদনা পরিষদ গঠন, লেখক ফোরাম গঠন, পাঠকের চাহিদা অনুযায়ী নতুন বিভাগ সংযোজন, অনলাইন সংস্করণ, সুবর্ণ জয়ন্তী উদযাপন, লেখার মানোন্নয়ন, আরবি-ইংরেজি প্রবন্ধ সংযোজন, নতুন প্রকাশনা বৃদ্ধিকরণসহ বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাশেষে, সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান।

Leave a Reply

You are donating to : Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

How much would you like to donate?
৳11 ৳111 ৳1,100
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
Loading...